নিউজ ডেস্ক: গিরিডির মোহনপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। তাদের কাছ থেকে একাধিক ফোন ও সিমকার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার পুলিশের তরফে এই বিষয়ে জানানো হয়।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। অপরাধীরা সবাই গান্ডে থানা এলাকার বাসিন্দা। গ্রেফতার হওয়া ওই ৪ জন কেওয়াইসি আপডেট করা সহ বিভিন্নভাবে প্রতারণা করত বলে অভিযোগ। পুলিশ এই বিষয়ে বিস্তারিত তদন্ত করছে।