নিউজ ডেস্ক: মঙ্গলবার আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, বাঘিনী জিনাত বর্তমানে সুস্থ থাকলেও খাওয়ার প্রতি তার অনীহা লক্ষ্য করা গেছে। গত ৯ দিন ধরে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ঘুরে ক্লান্ত জিনাত, যা তার খাদ্যাভ্যাসে প্রভাব ফেলেছে বলে চিকিৎসকদের ধারণা।
গতকালই তিনজন চিকিৎসকের একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে, যারা জিনাতের শারীরিক অবস্থার উপর নজরদারি চালাচ্ছেন। এছাড়াও, ওড়িশা থেকে একটি বিশেষজ্ঞ দল কলকাতায় এসে রাজ্যের চিকিৎসক দলের সঙ্গে যৌথভাবে কাজ করছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের ক্লান্তি ও খাবারে অনীহা স্বাভাবিক এবং এতে ভয়ের কোনো কারণ নেই। জিনাতকে পর্যাপ্ত বিশ্রাম ও যত্ন দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্যের আরও উন্নতির জন্য আগামী ৭-৮ দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
এরপর দুই রাজ্যের বন দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, জিনাতকে আবারও সিমলিপাল জাতীয় উদ্যানে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তার নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করতে কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।