নিউজ ডেস্ক: নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবি নিয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপির জনপ্রতিনিধিরা মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমের গেটের সামনে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি করেন। আগামী জানুয়ারি থেকে শিলিগুড়ির ওয়ার্ড ভিত্তিক, বরো ভিত্তিক, মন্ডল ভিত্তিক ভাবে এই আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে বলে বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন। আজকের এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচির আগে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে ভাষা শহীদ স্মারকের সামনে জড়ো হয়ে পায়ে হেঁটে শিলিগুড়ি পুর নিগমের গেটে পৌঁছয়। তারপর প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন।