নিউজ ডেস্ক: চিকিৎসক এবং বন কর্মীদের সব রকমের চেষ্টার পরও বাঁচানো গেল না রেলের ধাক্কায় আহত বুনো হাতি টিউমারকে। ২৮ ডিসেম্বর মুঙ্গিয়াকামি থানা এলাকার লক্ষ্মীপুর এডিসি ভিলেজ এলাকাতে রেলের ধাক্কায় গুরুতর আহত হয় টিউমার নামের হাতিটি। চিকিৎসক এবং বনকর্মীরা হাতিটিকে সুস্থ করে তুলতে সব রকমের প্রয়াস নেয়। গতকাল থেকে হাতিটি চিকিৎসায় সাড়াও দিচ্ছিল। জল এবং কিছু খাবার মুখে নিয়েছিল। তবে সন্ধ্যার পর থেকেই শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। রাত্র প্রায় ১০টা নাগাদ হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
টিউমারের মৃত্যুর খবর পৌঁছতেই বনদপ্তরের কর্মী এবং পশুপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকাল থেকেই আশপাশ এলাকার বহু মানুষ টিউমারের মরদেহের পাশে এসে শেষ শ্রদ্ধা জানায়। পূজা অর্চনা করে শেষ শ্রদ্ধা জানান খোয়াই জেলা বন আধিকারিক এ কে বোরদে সহ অন্যান্য বন আধিকারিকরা।
জেলা বন আধিকারিক বোরদে জানান, আমরা চেষ্টার কোন ত্রুটি রাখেনি হাতিটিকে সুস্থ করে তোলার জন্য। গুজরাটের জামনগর থেকে গতকালই হাতি বিশেষজ্ঞ চিকিৎসকের দল রওয়ানা দিয়ে দিয়েছিল। হেলিকপ্টার দিয়ে হাতিটিকে ঘটনাস্থল থেকে অন্যত্র নিয়ে চিকিৎসা করার জন্য টিমও রেডি করা হয়েছিল। হাতিটি আমাদের সেই সুযোগ আর দেয়নি। সংবাদ লেখা পর্যন্ত হাতেটির পোস্টমর্টেমের কাজ চলছে। শেষে হাতিটিকে মাটিচাপা দেওয়া হবে।
এদিকে, যে জায়গাতে হাতিটি রেলের ধাক্কায় আহত হয়েছে সেই জায়গাটি হাতি চলাচলের এলাকা। এই এলাকা দিয়ে রেলের গতিও কম থাকার কথা ছিল। রেলের গতি ছিল অনেক বেশি। জেলা বন আধিকারিক অক্ষয় কুমার বোরদে জানান, গতকাল রাজ্যের আরপিএফ থানাতে বন দপ্তরের পক্ষ থেকে রেল দপ্তরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।