নিউজ ডেস্ক: কলকাতা থেকে শ্রীনগর, শিমলা থেকে চেন্নাই, অযোধ্যা থেকে মুম্বই – বুধবার, ২০২৫ সালের প্রথম সূর্যোদয়ের সাক্ষী হল গোটা দেশ। নববর্ষ উপলক্ষ্যে মধ্যরাত থেকেই দেশজুড়ে শুরু হয়ে যায় উৎসব। কোথাও কেক কেটে, কোথাও বাজি ফাটিয়ে উদযাপন করা হয়।
নববর্ষ উপলক্ষ্যে বুধবার দেশের বিভিন্ন মন্দিরে যথোচিত ধর্মীয় মর্যাদায় পুজোও দিয়েছেন ভক্তরা। তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে ঢল নামে ভক্তদের, বারাণসীর ঘাটে গঙ্গা আরতি করা হয়। হরিদ্বারের গঙ্গায় এদিন সকালে পুণ্যস্নান করেন বহু ভক্ত।