নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাবগতকে চিঠি লিখলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। চিঠিতে বিজেপির ভূমিকা নিয়ে প্ৰশ্ন তুলেছেন কেজরিওয়াল।
মোহন ভাগবতকে লেখা চিঠিতে কেজরিওয়াল উল্লেখ করেছেন, “বিজেপি অতীতে যে সমস্ত ভুল করেছে, আরএসএস কি তা সমর্থন করে? বিজেপির নেতারা প্রকাশ্যে টাকা বিতরণ করছেন, আরএসএস কি ভোট কেনাকে সমর্থন করে? দলিত এবং পূর্বাঞ্চলি ভোটগুলি ব্যাপক হারে কাটা হচ্ছে, আরএসএস কি গণতন্ত্রের জন্য এটি সঠিক বলে মনে করে?