নিউজ ডেস্ক: সমস্ত দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এছাড়াও দেশবাসীকে শুভকামনা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বার্তায় জানিয়েছেন, নতুন বছর প্রত্যেকের জীবনে নতুন আশা, স্বপ্ন এবং আকাঙ্ক্ষার সূচনা করে। নতুন বছর প্রত্যেকের ইচ্ছা পূরণের জন্য নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ নিয়ে আসে। আগামী বছর ঐক্যবদ্ধভাবে সমাজ ও জাতিকে উন্নতির পথে আরও এগিয়ে নিতে যাবার আহ্বান জানিয়েছেন তিনি।
উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় জনগণকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, দেশকে অগ্রাধিকারে রাখার সংকল্প নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে লালন করে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে, সংবিধান প্রণেতাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নাগরিকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।