নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যবাসীদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, উত্তরাখণ্ডের উন্নয়নে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে অঙ্গীকার করতে হবে।
মুখ্যমন্ত্রী জানান, এই নববর্ষ আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি, নতুন শক্তি নিয়ে আসুক। বিগত বছরে আমরা প্রগতির শিখর ছুঁয়েছি এবং এ সবই সম্ভব হয়েছে জনগণের সহযোগিতা, আস্থা ও সমর্থনে। এই নববর্ষে উত্তরাখণ্ডের সর্বাঙ্গীণ উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করার সংকল্প করি।