নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই অরবিন্দ কেজরিওয়ালের কাছে একাধিক অনুরোধ রাখলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে একটি চিঠি পাঠাতে বীরেন্দ্র সচদেবা দিল্লির একটি পোস্ট অফিসে পৌঁছন৷ চিঠিটি পাঠ করে সচদেবা বলেছেন, “নতুন বছরের প্রথম দিনে, দিল্লির জনগণ আশা করছি, আপনি মিথ্যা বলার ও প্রতারণা করার অভ্যাস ত্যাগ করবেন এবং নিজের মধ্যে একটি অর্থপূর্ণ পরিবর্তন আনবেন। আপনাকে অবশ্যই পাঁচটি সিদ্ধান্ত নিতে হবে। আমার অনুরোধ, আপনি আপনার সন্তানদের নামে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। নারী, প্রবীণ ও ধার্মিকদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করবেন। দিল্লিতে মদের প্রচারের জন্য আপনি দিল্লির মানুষের কাছে ক্ষমা চাইবেন। যমুনা পরিষ্কারের মিথ্যা আশ্বাস এবং পরিচ্ছন্নতার নামে করা দুর্নীতির জন্য আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন। আপনি শপথ নেবেন দেশবিরোধী শক্তির সঙ্গে দেখা করবেন না।”