নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের প্রয়াগরাজে এই বছরের ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ মহা কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। দেশের বৈচিত্রের মধ্যে ঐক্য, উদারতা এবং বিবিধ আধ্যাত্মিক চিন্তাভাবনার আলোকে এই মেলায় লক্ষ লক্ষ তীর্থযাত্রী উপস্থিত থাকবেন।
প্রতি ১২ বছরে চারবার এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। দেশের পবিত্রতম নদীর তীরে অবস্থিত হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজে এই মেলা উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। মহা কুম্ভ ২০২৫-কে সার্বিকভাবে সফল করার জন্য প্রশাসনিক স্তরে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা রক্ষার পাশাপাশি তীর্থযাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রযুক্তিরও সাহায্য নেওয়া হচ্ছে। মেলার নিরাপত্তায় প্রায় দু হাজার ড্রোন থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত ক্যামেরাও ব্যবহৃত হচ্ছে সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য।