নিউজ ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই ৬৪ বছর বয়সে চলে গেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অলোক সাহা। কেরিয়ারে ক্লাবকে একাধিক ট্রফি জিতিয়েছেন অলোক।১৯৮৩ থেকে ১৯৮৮ এই টানা ৬ বছর ইস্টবেঙ্গল ডিফেন্সের অন্যতম ভরসা ছিলেন অলোক সাহা। ১৯৮৭-তে অলোককে ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক করা হয়।
তাঁর সময়ে ইস্টবেঙ্গল জিতেছে আইএফএ শিল্ড, ডিসিএম, সঞ্জয় গান্ধী গোল্ড কাপ, কলম্বোয় অনুষ্ঠিত কোকাকোলা কাপ,কলকাতা লিগ, ফেডারেশন কাপ ও দার্জিলিং গোল্ড কাপ, নাগজি ট্রফি, স্ট্যাফোর্ড টুর্নামেন্ট ও এয়ারলাইন্স গোল্ড কাপ এবং বাংলার হয়ে ১৯৮৮তে সন্তোষ ট্রফি জয়ের অন্যতম কারিগরও ছিলেন তিনি। তাঁর স্মরণে বুধবার ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।