নিউজ ডেস্ক: বুধবার সকালে মধ্যপ্রদেশের জিরাপুর থানার অন্তর্গত জৈতপুরা গ্রামে যাত্রীবোঝাই অটো থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। জানা গেছে, জিরাপুর থানার অন্তর্গত জৈতপুরা গ্রামের কাছে একটি প্ল্যান্টের সামনে যাত্রীবোঝাই অটো থেকে নিচে পড়ে যান ওই যুবক। দুর্ঘটনায় গুরুতর আহত যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এক পুলিশ আধিকারিক জানান , তিনি ভুমারিয়া থানার ভোজপুর গ্রামের বাসিন্দা শ্রীলাল লোধার (৩৫)। বুধবার ময়নাতদন্ত শেষে পুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। তদন্ত শুরু করেছে পুলিশ ।