নিউজ ডেস্ক: তাপমাত্রার পারদ-পতনের সঙ্গে সঙ্গে শীতের আমেজও ফিরেছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারও কলকাতায় নিম্নমুখী তাপমাত্রার পারদ, এদিন মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তবে তার পর থেকে কয়েক দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।