নিউজ ডেস্ক: নিজের গড়ে আক্রান্ত হয়েছিলেন ভাঙড়ের ‘তাজা’ নেতা আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন প্রকাশ্যে এসেছিল গোষ্ঠী কোন্দল। অভিযোগ, ভাঙচুর করা হয় আরাবুলের গাড়ি। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে আঙুল তুলেছেন আরাবুল। এবার সেই ঘটনায় শওকতের বিরুদ্ধে বড় পদক্ষেপ। থানায় অভিযোগ দায়ের করলেন আরাবুল ইসলাম। পোলেরহাট থানায় ক্যানিং পূর্বের বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি।
জানা যাচ্ছে, বুধবারই আরাবুল ও তাঁর পুত্র হাকিবুল অভিযোগ দায়ের করে এসেছেন। তবে শুধু শওকত নন, তাঁর পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সাবির আলি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোমিনুল ইসলাম এবং বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের নাম উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি অভিযোগপত্রে প্রাণহাণিরও আশঙ্কা করেছেন।