নিউজ ডেস্ক: ইংরেজি নববৰ্ষের আনন্দোল্লাসের মধ্যে বুধবার রাতে যোরহাট জেলার অন্তর্গত টিয়কে সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
দুৰ্ঘটনাটি সংঘটিত হয়েছে টিয়কের সেলেংহাট রোডে। জানা গেছে, এএস ৩৩ এ ৩৮০১ নম্বরের যাত্ৰীবাহী চার চাকার বলেরোর রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুৰ্ঘটনায় গাড়ির চার আরোহীর মধ্যে অভিজিত চেতিয়া নামের ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়া আহত তিন আরোহীকে রক্তিম ফুকন, দেবব্ৰত চেতিয়া এবং সীমান্ত বরা বলে শনাক্ত করা হয়েছে। আহত সবাইকে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।