নিউজ ডেস্ক: নিজের সংসদীয় কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে “সেবাশ্রয়” কর্মসূচির সূচনা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে ‘সেবাশ্রয়’ নামে মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছেন অভিষেক৷ এই মেগা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ২৮ লক্ষেরও বেশি মানুষকে সেবা প্রদান করা হবে, থাকবেন ১,২০০ জন ডাক্তার। ৭টি বিধানসভা কেন্দ্রে পরিচালিত হবে। ২০০০টি বুথ জুড়ে ২৮০টি ক্যাম্প স্থাপন করা হবে।
৭৫-দিন ব্যাপী ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিনামূল্যে এই সুযোগ পাবে সাধারণ মানুষ। অভিষেক এদিন বলেছেন, এই মেগা স্বাস্থ্য শিবির ৭টি বিধানসভা কেন্দ্রে ১,২০০ জন চিকিৎসক নিয়ে চালানো হবে। ৩০০টি ক্যাম্প স্থাপন করা হবে যা ২০০০ বুথ কভার করবে। এই মেগা হেলথ ক্যাম্প ২৩ লক্ষের বেশি মানুষকে স্বাস্থ্যসেবা দেবে।”