নিউজ ডেস্ক: নতুন রাজ্যপাল পেল বিহার। বৃহস্পতিবার বিহারের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন আরিফ মহম্মদ খান। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি কৃষ্ণণ বিনোদ চন্দ্রন এদিন আরিফ মহম্মদ খানকে বিহারের রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান।
রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে এদিন সকালে পাটনার বন্স ঘাটে ডঃ রাজেন্দ্র প্রসাদকে শ্রদ্ধা নিবেদন করেন আরিফ মহম্মদ খান। তিনি বলেন, তাঁদের জন্যই দেশ স্বাধীনতা লাভ করেছিল, তাঁদের স্মরণ করা ভীষণ দরকার। উল্লেখ্য, সম্প্রতি কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিহারের রাজভবনে পাঠিয়েছেন রাষ্ট্রপতি। আর বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে কেরলের রাজ্যপাল করে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার উভয়েই শপথ নিয়েছেন।