নিউজ ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে পড়ল যাত্রিবাহী বাস। বৃহস্পতিবার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে বড় আন্দুলিয়া পেট্রল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। যার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়রাই প্রথমে আহতদের উদ্ধার করে। পরে ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ। আহতদের তেহট্ট মহকুমার হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।