নিউজ ডেস্ক: পারিবারিক অশান্তির জেরে উত্তর ২৪ পরগনার বারাসতে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে বারাসতের কাজিপাড়ায় ভয়ঙ্কর এই ঘটনা ঘটে। পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত স্ত্রীর নাম ফতেমা বিবি। আপাতত, বারাসাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। অভিযুক্ত স্বামী পলাতক। পুলিশ অভিযুক্ত স্বামীকে খুঁজছে।