নিউজ ডেস্ক: মালদার ইংলিশবাজার পুরসভা এলাকায় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। দুলাল (বাবলা ) সরকার নামে ওই কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই তৃণমূল নেতা।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মালদার ঝলঝলিয়া মাতাল মোড়ে দাঁড়িয়েছিলেন দুলাল সরকার। আশেপাশে তখন ব্যস্ত মানুষজন। তারই মধ্যে বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁদের মুখ হেলমেটে ঢাকা ছিল। প্রথম দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, তৃতীয় গুলিতে বিদ্ধ হন তৃণমূল নেতা। এরপরেই সেখান থেকে চম্পট দেয় দুই দুষ্কৃতী। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে দুলালের অবস্থা আশঙ্কাজনক।