নিউজ ডেস্ক: বুধবার গভীর রাতে হরিদ্বার-দিল্লি হাইওয়েতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় হরিয়ানার রেওয়ারির চারজন প্রয়াত হয়েছেন। আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার রাতেই তাঁকে এইমস-এ ভর্তি করা হয়।
জানা গেছে, হরিয়ানা থেকে হরিদ্বার বেড়াতে আসছিল ওই ৫ যুবক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পাঁচজনই একই গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।