নিউজ ডেস্ক: অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই ময়নাগুড়িতে একটি ফ্যাক্টরি থেকে চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার ময়নাগুড়ির হঠাৎ কলোনী এলাকায় ভোরে জলের ফ্যাক্টরির এক কর্মী এসে দেখতে পায় বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গিয়েছে। দ্রুত তিনি ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে ময়নাগুড়ি থানার পিসি পার্টি। তদন্ত চালিয়ে স্থানীয় এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় সামগ্রীগুলি। এই ঘটনায় অখিল মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।