নিউজ ডেস্ক: জমি দখল নিয়ে নবান্নে রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠকে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, “যেখানে জমি দখল হচ্ছে, সেখানে ফের লোক বসে যাচ্ছে। কিন্তু পুলিশ কিছুই করে না। কারণ তাঁরা জানেন তিন বছরের জন্য থাকবেন তার পরে অন্য জায়গায় চলে যাবেন। সেই কারণে কিছু করে না। কিন্তু আজ থেকে নিয়ম হচ্ছে, যে সময় যে অফিসার থাকবে তখনকার সময়ের ব্যাপারে তাঁদেরকেই ধরা হবে।”
সমবায় ব্যাঙ্কে প্রচুর ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত টাকা রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু মাসের মধ্যে তদন্ত করে এই টাকা চিহ্নিত করতে হবে ও কড়া ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীরা যাতে সঠিক ভাবে কাজ করেন তা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দায়সারা ভাবে যে সরকারি কর্মচারীরা কাজ করবেন, তাঁদের প্রতি আমার মনোভাবও দায়সারা হবে।”