নিউজ ডেস্ক: সীমান্ত রক্ষার দায়িত্ব যাদের, তারাই সীমান্তে অনুপ্রবেশ করাচ্ছে! বিএসএফের বিরুদ্ধে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে এই অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের সভাগৃহে নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানেই বিএসএফের উপর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের দেশে ঢোকাচ্ছে বিএসএফ। অনুপ্রবেশকারীদের একাংশের সঙ্গে সমঝোতা করেছে বিএসএফ। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। খুন করা হচ্ছে। মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত নিয়ন্ত্রণ করে বিএসএফ। সীমান্ত পাহারা দেওয়ার কাজ বিএসএফের। তৃণমূল বা রাজ্য পুলিশের নয়। মালদা, নদিয়া দিয়ে অনুপ্রবেশকারীদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি চাই দুই প্রান্তেই শান্তি বজায় থাকুক।
সীমান্তবর্তী জেলার কোন কোন এলাকার পুলিশ বিএসএফকে মদত দিচ্ছে এ বিষয়ে ডিজি রাজীব কুমারের কাছে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্টও চেয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে অনুপ্রবেশের প্রশ্নে বিএসএফের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের মদতেই রাজ্যকে ডিস্টার্ব করতে অনুপ্রবেশ করানো হচ্ছে। রিপোর্ট তৈরি করে দিন। আমি কেন্দ্রকে চিঠি লিখব।