নিউজ ডেস্ক: এক সদস্য তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ায় খড়্গপুর গ্রামীণ এলাকার গোপালী পঞ্চায়েতে গরিষ্ঠতা হারালো বিজেপি। দলের পঞ্চায়েত সদস্য প্রীতি মেচ বৃহস্পতিবার রাতে তৃণমূলে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। এই পঞ্চায়েতে বিজেপির ১২ ও তৃণমূলে ১১ জন সদস্য ছিল। এখন বিজেপির ১১ ও তৃণমূলের ১২ জন সদস্য হল। একজন নির্দল সদস্যও আছেন।