নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের গাজিয়াবাদে আগুন লাগল একটি আবাসনের ৬-তলায়। শুক্রবার আদিত্য মেগা সিটির একটি আবাসনের ৬-তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
প্রধান দমকল অফিসার রাহুল কুমার বলেছেন, “শুক্রবার সকালে ইন্দিরাপুরমের আদিত্য মেগা সিটিতে আগুন লাগার পায় বৈশালী দমকল অফিস। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়, আগুন লাগে আবাসনের ৬-তলায়। আবাসনের বাসিন্দাদের উদ্ধার করা হয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।”