নিউজ ডেস্ক: তামিলনাড়ুর কোয়েম্বাটুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল এলপিজি ট্যাঙ্কার বোঝাই একটি লরি। এলপিজি ট্যাঙ্কার বোঝাই লরিটি কোচিন থেকে কোয়েম্বাটুর যাচ্ছিল। শুক্রবার অবিনাশী রোড ফ্লাইওভারের ওপর উল্টে যায় লরিটি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। এই ঘটনায় কেউ হতাহত হননি।
কোয়েম্বাটুরের জেলা কালেক্টর ক্রান্তি কুমার পাদি বলেছেন, “ঘটনাটি ঘটেছে ভোররাত তিনটে নাগাদ। এখানে ১৮ মেট্রিক টন এলপিজি বহনকারী এলপিজি ট্যাঙ্কার উল্টে যায়। লিকেজ বন্ধ করা হয়েছে, সমস্ত যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।