নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের মালাওয়ার থানা এলাকার শমশেরপুরা গ্রামে চাষের জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে মৃত্যু হল এক যুবকের।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে চাষের জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে ছোঁয়া লেগে ছিটকে পড়েন শমশেরপুরা গ্রামের বাসিন্দা কমলেশ (১৮)। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ ময়নাতদন্তর জন্য পাঠায়। ময়নাতদন্তর পর শুক্রবার পরিবারের কাছে দেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।