নিউজ ডেস্ক: শুক্রবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাতবারওয়া থানার অন্তর্গত কাসিয়াদিহ বাকোরিয়ার কাছে ডাল্টনগঞ্জ-রাঁচি প্রধান সড়কে। জানা গেছে, একটি দ্রুতগামী বাস একটি লরিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। এছাড়াও আহত হয়েছেন ১৫ জনে। তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, বাসটি ডাল্টনগঞ্জ থেকে রাঁচির দিকে যাচ্ছিল। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।নিহতের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।