গত পর্বে আমরা শুনেছিলাম বীর সাহসী হিন্দু রাজা বাপ্পা রাওয়ালের সম্পর্কে, যিনি ৭৩০ খ্রীষ্টাব্দ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।মহারাজ বাপ্পা রাওয়াল তাঁর সিংহাসন এবং উত্তরাধিকার তাঁর বড় পুত্র খুম্মান প্রথমকে প্রদান করেন এবং সাধু হয়ে বনবাসে চলে যান।এই রাজবংশের অন্যান্য গুরুত্বপূর্ণ শাসকরা তাঁদের বংশবৃদ্ধি বজায় রেখে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে থাকেন।