নিউজ ডেস্ক: শুক্রবার সমাজ সংস্কারক সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকী। সাবিত্রীবাই ফুলের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ক্রান্তিজ্যোতি সাবিত্রীবাই ফুলের ১৯৪তম জন্মবার্ষিকীতে তাঁর জন্মস্থান নাইগাঁও (সাতারা)-তে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান পরিষদের চেয়ারম্যান রাম শিন্ডে, মন্ত্রী পঙ্কজা মুন্ডে, মন্ত্রী অতুল সাভে, মন্ত্রী শম্ভুরাজ দেশাই, বিধায়ক ছগন ভুজবল-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, সাবিত্রীবাই ফুলে ৩ জানুয়ারি ১৮৩১ সালে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তাঁর জীবন নারীশিক্ষার প্রসার এবং বর্ণবৈষম্য ও লিঙ্গবৈষম্য দূর করার জন্য নিবেদিত ছিল।