নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে ফের এনকাউন্টারে সাফল্য পেল সুরক্ষা বাহিনী। শুক্রবার ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত গড়িয়াবন্দ জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ নকশাল। এখনও অভিযান জারি রয়েছে।
পুলিশ সুপার জিতেন্দ্র চন্দ্রকার বলেন, ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত গড়িয়াবন্দ জেলায় এমকাউন্টারে নিকেশ হয়েছে ৩ নকশাল। এখনও গুলির লড়াই চলছে এবং অভিযান জারি রয়েছে।