নিউজ ডেস্ক: শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুর জেলার গোগুন্ডা-পিন্ডওয়ারা জাতীয় সড়কে। জানা যায়, ট্রেলারের ব্রেক ফেল হয়ে যাওয়ার ফলে দ্রুতগতিতে আসা যাত্রীবোঝাই টেম্পোতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। এছাড়াও আহত হয়েছেন ৯ জন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
এক পুলিশ আধিকারিক জানান, টেম্পোটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও অ্যাম্বুলেন্স আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তদন্ত শুরু করেছে পুলিশ ।