নিউজ ডেস্ক: বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নিওয়াদা গ্রামের কাছে দিল্লি–সাহারানপুর সড়কে। জানা গেছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বাইকটির সঙ্গে সামনের ক্রেনের ধাক্কা লাগে। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বিকট বিস্ফোরণের শব্দ করে বাইকে আগুন ধরে যায়। বাইক আরোহী দুই যুবক জীবন্ত দগ্ধ হয়। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে বাইকের আগুন নেভায়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।