নিউজ ডেস্ক: শুক্রবার সকালে উত্তরাখণ্ডের মল্লিতাল এলাকায় একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় আহত হলেন জাতীয় হকি খেলোয়াড় বাহাদুর সিং রাওয়াত (৬১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুর সিং রাওয়াত মল্লিতাল থেকে প্রাতঃভ্রমণ করে মল রোডের দিকে যাচ্ছিলেন। এইসময় মল্লিতালে একটি ব্যাঙ্কের কাছে একটি দ্রুতগামী বাইক তাঁকে ধাক্কা দেয়। তাঁর মাথায় ও মুখে আঘাত লেগেছে বলে জানা গেছে। পথচারীরা তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।