নিউজ ডেস্ক: কাছাড় পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ২ কোটি টাকা মূল্যের কোডাইন ব্ৰ্যান্ডের কফ সিরাপ।
কাছাড় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের প্রশংসা করে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এ খবর দিয়েছেন। তিনি জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় জেলা পুলিশ দামছড়ায় একটি গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ১১,১০০ শিশি কোডাইন ব্ৰ্যান্ডের কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে।