নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন রাজ্যের মতো কাশ্মীর উপত্যকাও শনিবার সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকল। কুয়াশা এতটাই বেশি ছিল যে, শ্রীনগর বিমানবন্দরে উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে।
শনিবার সকালে শ্রীনগর-সহ কাশ্মীর উপত্যকার নানা প্রান্তে কুয়াশাচ্ছন্ন ছিল। কুয়াশা এতটাই বেশি ছিল যে, শ্রীনগর বিমানবন্দর থেকে বিমান ওঠানামায় সমস্যা হয়। সকালের দিকের সমস্ত বিমান পিছিয়ে দেওয়া হয়েছে।