নিউজ ডেস্ক: মণিপুরের পার্বত্য ও উপত্যকা জেলার সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকায় বড়সড় সাফল্য অর্জন করেছে নিরাপত্তা বাহিনী। কাংপোকপি জেলার অন্তৰ্গত লইবোল খুনাউ এলাকার পাহাড়ে মাটি খুড়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন।
সরকারি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ৭.৬২ মিমি স্নাইপার রাইফেল, একটি ইম্প্রোভাইজড লং রেঞ্জ মর্টার (পাম্পি), তিনটি ম্যাগাজিন সহ ৯ মিমি তিনটি পিস্তল, ১২ বোরের বন্দুক, এসবিবিএল বন্দুক, ১০টি কার্তুজ, ৩৬ নম্বরের তিনটি হ্যান্ড গ্রেনেড, তিনটি পিকেট গ্রেনেড (অ্যান্টি-রায়ট), দুটি টিয়ার গ্যাস গ্রেনেড (অ্যান্টি-রায়ট) এবং একটি ওয়্যারলেস সেট (মোটোরোলা) উদ্ধার করা হয়েছে।