নিউজ ডেস্ক: মুর্শিদাবাদে কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠল। এর জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয় মুর্শিদাবাদের সাগরপাড়ায়। শনিবার সকাল থেকে ধনীরামপুর ডোমপাড়া ব্রিজের কাছে শেখপাড়া-সাগরপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা রাস্তা। যদিও এই ব্যাপারে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।