নিউজ ডেস্ক: খাস কলকাতা শহরে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সাতসকালে রেসকোর্স এলাকায় রাস্তার ধারে আধঝোলা অবস্থায় যুবকের দেহটি দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সামশাদ। এলাকায় অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন। শনিবার সাতসকালে রাস্তার ধারে টিনের শেডের একটি অংশ থেকে গামছা জাতীয় কিছুর সঙ্গে তাঁর দেহ আধঝোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রশ্ন উঠছে, একদম রাস্তার ধারে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলেও কারও চোখে পড়লো না? না কি কেউ বা কারা তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে? উঠছে সেই প্রশ্নও। যুবককে খুন করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন? তা তদন্ত করে দেখছে পুলিশ।