নিউজ ডেস্ক: পারিবারিক বিবাদের জেরে মত্ত অবস্থায় স্ত্রী’র সঙ্গে অশান্তি। তার জেরে ঘরে আগুন লাগিয়ে পালাল স্বামী। কোনওক্রমে পালিয়ে প্রাণে বাঁচলেন স্ত্রী ও ছেলে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলালজোত গ্রামের বাসিন্দা নুর ইসলাম স্ত্রী আকিমা খাতুন ও ছেলে মহম্মদ আকাশকে নিয়ে থাকে। বাড়ি নদিয়ায় হলেও বিয়ের পর থেকে দীর্ঘ কয়েক বছর ধরে ফাঁসিদেওয়াতেই পরিবার নিয়ে থাকে পেশায় মিস্ত্রী নুর ইসলাম। মাঝেমধ্যেই তাঁর মদ্যপানের কারণে পরিবারে অশান্তি লেগেই থাকত। এদিন রাতেও এক বন্ধুর বাড়ি থেকে মত্ত অবস্থায় বাড়ি ফেরে নুর ইসলাম।
স্ত্রী আকিমা খাতুন বলেন, “রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরে অশান্তি করে স্বামী। আমাকে মারধর করে। আমি প্রতিবাদ করেছিলাম। আর তাতেই রেগে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কোনওক্রমে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে পালাই৷ না-হলে দু’জনেই মরে যেতাম।”