নিউজ ডেস্ক: টিটাগড়ে যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শনিবার সকালে টিটাগড়ে তালপুকুর এলাকায় বি টি রোডের ধারে ড্রেনের মধ্যে থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ। পুরসভার সাফাই কর্মীরা ড্রেন পরিষ্কার করতে এসে ওই মৃতদেহটি দেখতে পান। তাঁরাই স্থানীয় কাউন্সিলর হরিরাম চৌধুরীকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, পুলিশ তা তদন্ত করে দেখছে।