নিউজ ডেস্ক: দাম্পত্য কলহের জেরে বাড়ি ছেড়েছিলেন স্ত্রী। তাঁকে ফিরিয়ে আনতে গিয়েও কথা কাটাকাটিতে জড়ান স্বামী। বাড়ি ফিরে এসে ‘অপমানে’ আত্মঘাতী হলেন যুবক।
শনিবার সকালে নিজের বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের রায়না থানা এলাকায়। দেহ নিয়ে শ্বশুরবাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরেশ মাঝি। বয়স ২১ বছর। বাড়ি পূর্ব বর্ধমানের রায়না থানার বিদ্যানিধি গ্রামে। এদিন সকালে নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। দেহ নিয়ে শ্বশুরবাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবেশীরা।