নিউজ ডেস্ক: দক্ষিণ শালমারা-মানকাচর জেলা পুলিশের ড্ৰাগস-বিরোধী অভিযান সমানেই চলছে। আজ সোমবার জেলা পুলিশ মাদক-বিরোধী অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের হেরোইন সহ বিভিন্ন ব্র্যান্ডের নেশার ক্যাপসুল ও ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে আটক করা হয়েছে দুই মাদক কারবারিকে।
জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে অতিরিক্ত পুলিশ সুপার প্ৰতাপ দাসের নেতৃত্বে পুলিশের এক বিশেষ দল দক্ষিণ শালমারার দ্বিতীয় খণ্ড গ্রামে ড্ৰাগস-বিরোধী অভিযান চালায়। অভিযানে কুখ্যাত দুই ড্ৰাগস মাফিয়াকে আটক করে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।
আটককৃত অভিযুক্ত দুই মাদক কারবারি দক্ষিণ শালমারা থানা এলাকার দক্ষিণ শালমারা দ্বিতীয় খণ্ড গ্রামের তুজামিল হক (৪৪) এবং আসিফ আলি (৩৯)-র হেফাজত থেকে ১.০৩৫ কিলোগ্ৰাম ওজনের মোট ১,৪৪৭টি নাইট্ৰাজেপাম ট্যাবলেট, ৯২১ গ্ৰাম ওজনের মোট ১,২৪৮টি ট্ৰেমাডল ক্যাপসুল, ১৩ গ্ৰাম হেরোইন, হেরোইন বিক্ৰির জন্য ব্যবহৃত ৩২টি খালি প্লাস্টিকের শিশি, একটি স্মাৰ্ট মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন পুলিশের অভিযানকারীরা।