নিউজ ডেস্ক: রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি। এই আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অযোধ্যায় রামলালার অভিষেক করবেন বলে জানা গিয়েছে। এই কর্মসূচি হতে চলেছে ১১ জানুয়ারি। অনুষ্ঠানে হাজির থাকবেন সঙ্গীত শিল্পী ঊষা মঙ্গেশকর। অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে তিন দিন ধরে (১১-১৩ জানুয়ারি) সাংস্কৃতিক অনুষ্ঠানে চলবে অঙ্গদ টিলাতে। সেখানেই ধর্মীয় সংগীত পরিবেশন করবেন উষা মঙ্গেশকর। তাঁর সঙ্গে থাকবেন ময়ূরেশ পাইও। তিনিও ভজন গাইবেন। এছাড়াও হাজির থাকবেন, সোনু নিগম, শঙ্কর মহাদেবনের মতো শিল্পীরা।