নিউজ ডেস্ক: সোমবার সকাল থেকেই ভারী কুয়াশার দাপট মহানগরী কলকাতায়। যার জেরে কলকাতা বিমান বন্দরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। সকাল থেকে বেলা পর্যন্ত দেরিতে নেমেছে প্রায় ৩০টি বিমান। দেরি করে উড়ানও নিয়েছে ৩০টি বিমান। এছাড়াও, তিনটি বিমানকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, ভারী কুয়াশার জেরে সকাল থেকে বন্ধ কুঁকড়াহাটি-রায়চক ও কুঁকড়াহাটি-ডায়মন্ড হারবার রুটে ফেরি চলাচল। যার জেরে জেটি ঘাটে নিত্যযাত্রীর ভিড় বাড়তে থাকে। দু’টি রুটে ৮টি করে ফেরি সার্ভিস বাতিল করা হয়েছে। সপ্তাহের প্রথম দিনে ফেরি বাতিল হওয়ায় বিপাকে পড়েন হলদিয়া ও কলকাতার নিত্যযাত্রীরা।