নিউজ ডেস্ক: মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়াল বিজু জনতা দল (বিজেডি)। সোমবার বিজু জনতা দল (বিজেডি) কর্মীরা ভুবনেশ্বরের লোয়ার পিএমজি স্কোয়ারে জমায়েত করেন, সেখানে মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ এনে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন।
বিজু জনতা দলের (বিজেডি) সাংসদ সস্মিত পাত্র বলেছেন, “এখন ওড়িশা উচ্চ মূল্যবৃদ্ধিতে জর্জরিত এবং উচ্চ মুদ্রাস্ফীতি ঘটছে এবং ওড়িশার জনগণকে প্রভাবিত করছে৷ দ্রব্যমূল্যের দাম সর্বকালের মধ্যে সর্বোচ্চ। আলু থেকে পেঁয়াজ, চাল থেকে চিনি, ওড়িশায় প্রতিটি নির্দিষ্ট পণ্য এবং সবজির দাম এখন আকাশ ছুঁয়েছে। এটা শুধু বিজেডির লড়াই নয়। এটা ওড়িশার সাড়ে চার কোটি মানুষের লড়াই। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কোনও ধারণা নেই কীভাবে সরকার চালাতে হয়। তাঁর পুরো মন্ত্রিসভা অত্যন্ত অযোগ্য।”