নিউজ ডেস্ক: রবিবার সন্ধ্যারাতে রাজস্থানে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে জয়পুরের ভিকেআই থানার অন্তর্গত ১৪ নম্বর রোডে। জানা যায় , যুবক ১৪ নম্বর রোডে রাস্তা পার হচ্ছিলেন, তখন পেছন থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন লরি তাঁকে ধাক্কা দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এক পুলিশ আধিকারিক জানান , নিহত যুবকের কাছে একটি ফোন পাওয়া গিয়েছে। কিন্তু তা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। কিছু কাগজপত্র পাওয়া গেছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।