নিউজ ডেস্ক: বেঙ্গালুরুতে রহস্যজনক মৃত্যু হল দুই শিশু-একই পরিবারের ৪ জন সদস্যের। মৃত শিশুদের বয়স ৫ ও ২। তাঁদের বাড়ি উত্তর প্রদেশের এলাহাবাদে (প্রয়াগরাজ)। সোমবার বেঙ্গালুরুর সদাশিবনগর থানার অধীনে একটি বাড়ি থেকে ৪ জনের দেহ উদ্ধার হয়। তাঁরা ওই বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন।
বেঙ্গালুরু সেন্ট্রাল ডিসিপি শেখর এইচ টেককানভার বলেছেন, “আমরা তথ্য পেয়েছি, সদাশিবনগর থানা এলাকায় একটি পরিবারের ৪ জন সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এর ভিত্তিতে আমাদের পরিদর্শক, এসিপি এবং আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দু’জন প্রাপ্তবয়স্ক ও দুই শিশুর দেহ উদ্ধার হয়েছে। স্বামী ও স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।”