নিউজ ডেস্ক: শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী হাসিনা-সহ মোট ১২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। তাঁদের মধ্যে আছেন শেখ হাসিনার প্রতিরক্ষা সংক্রান্ত উপদেষ্টা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি, বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি বেনজির আহমেদ প্রমুখ।
অভিযোগ, হাসিনার আমলে বেশ কয়েক জনকে গুম করা এবং বিচার ছাড়াই হত্যা করা হয়েছিল। সোমবার এই গুম এবং খুনের মামলায় হাসিনা-সহ ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। তার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদার হাসিনাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং গ্রেফতার কার্যকর করার নির্দেশ দেন। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা-সহ ১২ জনকে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়।